ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে না থাকা দলগুলোই বাধা দিতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 11

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচন ঘিরে সহিংসতা ও বাধা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারাই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মনে করেন, নির্বাচনের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোই মূলত ভোটপ্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে। তার ভাষায়, সহিংসতা নিয়ে যেসব বক্তব্য আসছে, তার বেশিরভাগই অংশগ্রহণ না করা দলগুলোর পক্ষ থেকে, এবং সরকার মনে করে সম্ভাব্য সহিংসতার উৎসও সেখান থেকেই আসতে পারে।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, সরকার চায় যত বেশি সম্ভব আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসুক। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে কোনো উদ্যোগ নেবে না। কেউ আগ্রহ প্রকাশ করলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৌহিদ হোসেন বলেন, দেশে বর্তমানে বড় ধরনের অস্থিরতা বা সহিংসতা নেই। কিছু বিচ্ছিন্ন ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া গুরুতর কোনো ঘটনা ঘটেনি। ভারতও নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানায়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার বিষয়টি তিনি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন এবং এতে আতঙ্কের কারণ দেখেন না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনে না থাকা দলগুলোই বাধা দিতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৬:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আসন্ন নির্বাচন ঘিরে সহিংসতা ও বাধা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারাই পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মনে করেন, নির্বাচনের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোই মূলত ভোটপ্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে। তার ভাষায়, সহিংসতা নিয়ে যেসব বক্তব্য আসছে, তার বেশিরভাগই অংশগ্রহণ না করা দলগুলোর পক্ষ থেকে, এবং সরকার মনে করে সম্ভাব্য সহিংসতার উৎসও সেখান থেকেই আসতে পারে।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, সরকার চায় যত বেশি সম্ভব আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসুক। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে কোনো উদ্যোগ নেবে না। কেউ আগ্রহ প্রকাশ করলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৌহিদ হোসেন বলেন, দেশে বর্তমানে বড় ধরনের অস্থিরতা বা সহিংসতা নেই। কিছু বিচ্ছিন্ন ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া গুরুতর কোনো ঘটনা ঘটেনি। ভারতও নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানায়নি। ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার বিষয়টি তিনি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন এবং এতে আতঙ্কের কারণ দেখেন না।