নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি: প্রেস সচিব
- সর্বশেষ আপডেট ০৫:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 103
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে।
জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জানিয়েছে, শুধুমাত্র লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে তারা নির্বাচনে অংশ নেবে।
২০১৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে অংশ নিয়ে ভোটে অংশ নেয় জাতীয় পার্টি। সংসদে তারা বিরোধীদল হিসেবে ভূমিকা রাখে, যদিও দলের অনেকেই পরে মন্ত্রীসভায় জায়গা পান। তখন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির মতোই ছিল জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ আরও ১৩ দল। গত ১৭ বছরে এই দলগুলো প্রায় সব ধরনের সিদ্ধান্তে একজোটভাবে কাজ করেছে।
হাসিনা সরকারের পতনের পর ঐকমত্য কমিশন, সরকার বা নির্বাচন কমিশনের আলোচনায় এই দলগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি জাতীয় পার্টিসহ কিছু দলকে নিষিদ্ধ করার দাবিও করা হয়েছিল।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। রিফাইন্ড বা অন্য কোনো নামে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা মাঠ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা, ভোটের নিরাপত্তা, প্রার্থীর নিরাপত্তা ও পোলিং এজেন্টের নিরাপত্তা মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের কারও সঙ্গে জোট করার কথাও বিবেচনা করছে দলটি।
সূত্র: একাত্তর টিভি































