ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের চাই বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 8

বিএনপি বলেছে, স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়া উচিত, যাতে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত হয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সোমবার (২৬ জানুয়ারী) এ দাবি জানান।

বিএনপির মতে, প্রতিটি ভোটকেন্দ্রে ভলান্টিয়ার হিসেবে ১৩-১৫ জন আনসার-ভিডিপি নিয়োগ দেওয়া হয়, যারা অধিকাংশই স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের রাজনৈতিক সংযোগ থাকায় তাদের দায়িত্বের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বিএনপি নির্বাচন কমিশনের কাছে তাদের নিজ থানার বাইরে দায়িত্ব প্রদানের প্রস্তাব দিয়েছে।

মাহদী আমিন সংবাদ সম্মেলনে আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বিএনপি বিশ্বাস করে, দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাধীকারই মূল দিক।

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী সফরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিপুল জনসমাগম এবং নেতা–কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে ধানের শীষ প্রতীক সমর্থন পাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের কাভারেজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রতিপক্ষ সমালোচনার বিষয়ে ব্যক্তিগত অবস্থান থেকে মন্তব্য করেননি, কারণ এতে দেশের কোনো লাভ নেই।

বুধবারের বক্তব্যে মাহদী আমিন আগের জনসভারও উল্লেখ করেন। ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর তিনি সড়কপথে ঢাকার দিকে রওনা হন, পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনী দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের চাই বিএনপি

সর্বশেষ আপডেট ০৬:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিএনপি বলেছে, স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়া উচিত, যাতে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত হয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন সোমবার (২৬ জানুয়ারী) এ দাবি জানান।

বিএনপির মতে, প্রতিটি ভোটকেন্দ্রে ভলান্টিয়ার হিসেবে ১৩-১৫ জন আনসার-ভিডিপি নিয়োগ দেওয়া হয়, যারা অধিকাংশই স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের রাজনৈতিক সংযোগ থাকায় তাদের দায়িত্বের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বিএনপি নির্বাচন কমিশনের কাছে তাদের নিজ থানার বাইরে দায়িত্ব প্রদানের প্রস্তাব দিয়েছে।

মাহদী আমিন সংবাদ সম্মেলনে আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বিএনপি বিশ্বাস করে, দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাধীকারই মূল দিক।

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী সফরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিপুল জনসমাগম এবং নেতা–কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে ধানের শীষ প্রতীক সমর্থন পাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের কাভারেজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রতিপক্ষ সমালোচনার বিষয়ে ব্যক্তিগত অবস্থান থেকে মন্তব্য করেননি, কারণ এতে দেশের কোনো লাভ নেই।

বুধবারের বক্তব্যে মাহদী আমিন আগের জনসভারও উল্লেখ করেন। ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর তিনি সড়কপথে ঢাকার দিকে রওনা হন, পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় বক্তব্য রাখেন।