শরীয়তপুরে প্রেস সচিব শফিকুল আলম
নির্বাচনকে বানচাল করার কোনো শক্তি পৃথিবীতে নেই
- সর্বশেষ আপডেট ০২:০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 114
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা আইন হাতের বাইরে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনৈতিক দাবি উত্থাপন করে নির্বাচন বানচাল করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”
প্রেস সচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা স্বয়ং নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ পেয়েছে, কিন্তু তা না করে নিজেদের কর্মীরা হিংসা ছড়াচ্ছে, মানুষ হত্যার পথ অবলম্বন করছে। তারা ভেবেছিল অনেককে হত্যা করলে জনগণ ১৫ বছর চুপ থাকবে, কিন্তু তারা নিজেদেরই অবনতি করেছে।”































