নির্বাচনকে ঘিরে একপক্ষ দুর্নীতিমুক্ত, আরেক পক্ষ গোলামীর বাংলাদেশ চায়
নির্বাচনকে ঘিরে একপক্ষ দুর্নীতিমুক্ত, আরেক পক্ষ গোলামীর বাংলাদেশ চায়
- সর্বশেষ আপডেট ০১:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 18
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন। তিনি বলেছেন, একটা পক্ষ সংস্কার ও বিচার চায়। আরেকটা পক্ষ সংস্কার ও বিচার চায় না।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
আখতার বলেন, ‘আরেকটা পক্ষ সংস্কার ও বিচার চায় না। একটা পক্ষ আধিপত্যবাদমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চায়। আরেকটা পক্ষ গোলামীর বাংলাদেশ গড়তে চায়। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো।
আমরা আজাদির বাংলাদেশের পক্ষে থাকবো নাকি গোলামীর বাংলাদেশের পক্ষে থাকবো। আজাদির বাংলাদেশের পক্ষে থাকতে হলে ১১ দলীয় জোটের পক্ষে থাকার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘শাপলা কলি মার্কায় আল্লাহ যদি আমাকে সংসদে কবুল করে, তাহলে শুধু পীরগাছা-কাউনিয়া নয়, গোটা রংপুর অঞ্চলের বৈষম্য নিরসনের জন্য সংসদে কথা বলবো।’































