ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ভণ্ডুলের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 7

নির্বাচন ভণ্ডুল শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ নারী কারারক্ষীদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অতীতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে, তারা বর্তমানে বিভিন্ন দেশে পলাতক রয়েছে। সাহস থাকলে তারা দেশে ফিরে আইনের মুখোমুখি হতো। তিনি এসব ব্যক্তিকে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে তিনি দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কারা বিভাগের সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, কারা কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতিনিধি নন। তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় কর্মচারী এবং তাদের দায়িত্ব আইন ও ন্যায়বিচার নিশ্চিত করা।

এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি নবীন প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং তাদের কুচকাওয়াজ, শারীরিক কসরত ও আত্মরক্ষার কৌশল প্রদর্শন উপভোগ করেন।

কুচকাওয়াজ শেষে ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ ও লিখিত পরীক্ষাসহ ছয়টি ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থী হিসেবে রায়হানা আক্তার (সুবর্ণা) পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম, মো. জাহাঙ্গীর কবির, প্রশিক্ষণকেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন নারী ও পুরুষ কারারক্ষী অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচন ভণ্ডুলের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৩:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল হওয়ার কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ নারী কারারক্ষীদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অতীতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে, তারা বর্তমানে বিভিন্ন দেশে পলাতক রয়েছে। সাহস থাকলে তারা দেশে ফিরে আইনের মুখোমুখি হতো। তিনি এসব ব্যক্তিকে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে তিনি দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কারা বিভাগের সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, কারা কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতিনিধি নন। তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় কর্মচারী এবং তাদের দায়িত্ব আইন ও ন্যায়বিচার নিশ্চিত করা।

এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি নবীন প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন এবং তাদের কুচকাওয়াজ, শারীরিক কসরত ও আত্মরক্ষার কৌশল প্রদর্শন উপভোগ করেন।

কুচকাওয়াজ শেষে ড্রিল, ফায়ারিং, অস্ত্রবিহীন যুদ্ধ ও লিখিত পরীক্ষাসহ ছয়টি ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থী হিসেবে রায়হানা আক্তার (সুবর্ণা) পুরস্কার অর্জন করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তাফা কামাল, কর্নেল মো. তানভীর হোসেন, কর্নেল মেছবাহুল আলম, মো. জাহাঙ্গীর কবির, প্রশিক্ষণকেন্দ্রের কমান্ড্যান্ট টিপু সুলতান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে মোট ৮৬৬ জন নারী ও পুরুষ কারারক্ষী অংশগ্রহণ করেন।