ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
প্রেসসচিব শফিকুল আলম

নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই

নিজস্ব প্রতিবদেক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১০:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 91

প্রেসসচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে।

শুক্রবার (৭ নভেম্বর) নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।

শফিকুল আলম আরো বলেন, ‘এরই মধ্যে সারা দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।’

কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।’ প্রেসসচিব স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কর্মীদের শুধু কার্ড ধরিয়ে দেন।’

মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলে তিনি তা গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রেসসচিব শফিকুল আলম

নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই

সর্বশেষ আপডেট ১০:২০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে।

শুক্রবার (৭ নভেম্বর) নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।

শফিকুল আলম আরো বলেন, ‘এরই মধ্যে সারা দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।’

কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।’ প্রেসসচিব স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কর্মীদের শুধু কার্ড ধরিয়ে দেন।’

মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলে তিনি তা গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।