নির্বাচন ঠেকাতে নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী: শামসুজ্জামান দুদু
- সর্বশেষ আপডেট ০৫:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 135
জাতীয় নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নতুন নতুন বয়ান তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সে জন্য একটি গোষ্ঠী নিয়মিত নতুন বয়ান দিচ্ছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই—গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনই একমাত্র পথ।”
নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশী-বিদেশি আধিপত্যবাদী শক্তির সুযোগ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, “গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনেই সবকিছুর ফয়সালা হবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ এবং জিয়া পরিবার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
সম্মেলনে বিএনপি নেতা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।































