নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সুজন
- সর্বশেষ আপডেট ০৫:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 18
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি বলেছে, কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এর দায় এড়ানো যাবে না।
শনিবার (২৪ জানুয়ারী ) ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সুজন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র মানে সবার জন্য সমান সুযোগ ও পারস্পরিক সহনশীলতা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী একে অপরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চাচ্ছে না। তিনি বলেন, “অমুক প্রার্থী থাকলে আমি থাকবো না—এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।”
তিনি আরও বলেন, এই অসহিষ্ণু মানসিকতা থেকেই সহিংসতার জন্ম হয়। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ডিম নিক্ষেপ, ময়লা পানি ছোড়া এবং সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এসব এখনই বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীদের পাশাপাশি নির্বাচন কমিশন ও সরকারকেও এসব ঘটনায় কঠোর ভূমিকা রাখতে হবে। অন্যথায় নির্বাচনকে ঘিরে অস্থিরতা বাড়বে।
নির্বাচনে অর্থের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, টাকার খেলা নির্বাচনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। সুজন নির্বাচন কমিশন সংস্কারের জন্য ব্যয় পর্যবেক্ষণসহ একাধিক সুপারিশ করলেও কমিশন তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তিনি।
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশনের নমনীয়তাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, এতে অতীতের ত্রুটিপূর্ণ ব্যবস্থাই বহাল থাকছে।
সংবাদ সম্মেলন থেকে সরকারকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কার্যকর সহায়তা দেওয়ার আহ্বান জানায় সুজন।
































