বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
- সর্বশেষ আপডেট ০৭:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 79
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও সচেতন অবস্থানে রয়েছে। একইসঙ্গে বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরও নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
আজ (১৮ ডিসেম্বর) ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর কূটনীতিকদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সভার আয়োজন করা হয়, যেখানে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এবং হালনাগাদ প্রস্তুতি নিয়ে ব্রিফিং করা হয়।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের বলেন, “নির্বাচন কমিশন (ইসি) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে। তারা নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসলে ইসি তাদের স্বাগত জানাবে। একইসঙ্গে, সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নির্বাচনের সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করবে।”
তিনি আরও জানান, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা বিষয়েও যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে।
ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের মধ্যে বিদেশি কূটনীতিকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন নিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে।


































