ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারকে না জানিয়ে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 20

বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই ভারত বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিয়ে বাস্তব কোনো শঙ্কা না থাকলেও দিল্লি নিজস্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। তাঁর ভাষায়, দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো গুরুতর উদ্বেগ ছিল না এবং দূতাবাসসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভারত সন্তুষ্ট কি না, সেটি দিল্লির নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে আগে থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।

এর আগে গত সপ্তাহের মাঝামাঝিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। তবে ঢাকার হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন খোলা থাকবে এবং কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

ব্রিফিংয়ে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদির যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ এখনো বহাল রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর আচরণ এখন পর্যন্ত সংযত। বড় ধরনের সহিংসতার আশঙ্কা থাকলে তা মূলত নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর দিক থেকেই আসতে পারে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারকে না জানিয়ে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহার

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই ভারত বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিয়ে বাস্তব কোনো শঙ্কা না থাকলেও দিল্লি নিজস্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। তাঁর ভাষায়, দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো গুরুতর উদ্বেগ ছিল না এবং দূতাবাসসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভারত সন্তুষ্ট কি না, সেটি দিল্লির নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে আগে থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।

এর আগে গত সপ্তাহের মাঝামাঝিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। তবে ঢাকার হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন খোলা থাকবে এবং কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

ব্রিফিংয়ে আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদির যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ এখনো বহাল রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর আচরণ এখন পর্যন্ত সংযত। বড় ধরনের সহিংসতার আশঙ্কা থাকলে তা মূলত নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর দিক থেকেই আসতে পারে