ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সিপিডির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 38

সিপিডি'র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকার সংসদীয় সংস্কার, সংলাপ ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তারা আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে নাও সক্ষম হতে পারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন শক্তির কথা বলে সরকার এক ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর প্রভাবের মধ্যে জিম্মি হয়ে গেছে। নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ এই প্রশাসন কি আসলেই নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে—এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ড. দেবপ্রিয় আরও জানান, পুরোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর পুনরুত্থান ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর রাজনীতিকরা আত্মগোপনে গেলেও, আমলাতন্ত্র দ্রুত পুনরায় শক্তিশালী হয়েছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পুরোনো বন্দোবস্তের রক্ষক হিসেবে আমলাতন্ত্রের পুনরাগমনকে সহজ করেছে।

সংবাদ সম্মেলনে আগামী সরকারের জন্য ১২টি নীতি বিবৃতি ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপস্থাপন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সিপিডির আশঙ্কা

সর্বশেষ আপডেট ১০:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সিপিডি ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকার সংসদীয় সংস্কার, সংলাপ ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তারা আসন্ন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে নাও সক্ষম হতে পারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন শক্তির কথা বলে সরকার এক ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর প্রভাবের মধ্যে জিম্মি হয়ে গেছে। নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ এই প্রশাসন কি আসলেই নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে—এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ড. দেবপ্রিয় আরও জানান, পুরোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর পুনরুত্থান ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর রাজনীতিকরা আত্মগোপনে গেলেও, আমলাতন্ত্র দ্রুত পুনরায় শক্তিশালী হয়েছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই পুরোনো বন্দোবস্তের রক্ষক হিসেবে আমলাতন্ত্রের পুনরাগমনকে সহজ করেছে।

সংবাদ সম্মেলনে আগামী সরকারের জন্য ১২টি নীতি বিবৃতি ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপস্থাপন করা হয়।