নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০৭:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 1249
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত প্রায় ৩৩ হাজার কর্মকর্তা–কর্মচারী—২৩ হাজার ৫০০ পরিবার কল্যাণ সহকারী, ৪ হাজার ৫০০ পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং ৫ হাজার ৭১০ পরিবার কল্যাণ পরিদর্শিকা—দীর্ঘ ২৬ বছর ধরে রাজস্ব খাতে থাকা সত্ত্বেও নিয়োগবিধি থেকে বঞ্চিত। বারবার আশ্বাস পেয়েও কার্যকর কোনো উদ্যোগ না আসায় ক্ষোভ ও হতাশার কারণে তারা ২১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সরকারি চাকরিতে নিয়োগবিধি একটি মৌলিক অধিকার হলেও তারা দীর্ঘ সময় ধরে এ অধিকার থেকে বঞ্চিত। একই পদে চাকরি শুরু করে একই পদেই অবসর নেওয়ার বাস্তবতা তাদের মধ্যে গভীর বঞ্চনার অনুভূতি তৈরি করেছে।
বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুক্তা পারভীন বলেন, “নিয়োগবিধি একজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৌলিক অধিকার। বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলা হলেও আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নিয়োগবিধি বাস্তবায়ন করা জরুরি।”
কর্মসূচিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক মো. সোহেল হোসেন এবং বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদা আক্তার রিক্তা উপস্থিত ছিলেন।
বিকেলে সেখানে উপস্থিত হন পুলিশের রমনা জোনের উপ–কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, “এ দাবিটি অত্যন্ত যৌক্তিক। যেহেতু এখানে আর্থিক কোনো বিষয় নেই, তাই এটি বাস্তবায়ন করাও খুব কঠিন হওয়া উচিত নয়।”
অংশগ্রহণকারীরা দ্রুত নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর করার আহ্বান জানান।
































