ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের তিন দিন পর লাশ মিলল শিশু তামিমের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০৭:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 227

নিখোঁজের তিন দিন পর লাশ মিলল শিশু তামিমের

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর চতুর্থ শ্রেণির ছাত্র তামিম তালুকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যার পর মরদেহ আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এ ঘটনায় তুহিন (৩২) ও আমিরুল (২৫) নামে দু’জনকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। তুহিন মাগুরার মহম্মদপুর উপজেলা এবং আমিরুল মাগুরা সদর উপজেলার বাসিন্দা।

তামিম বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে গত শুক্রবার নিখোঁজ হয়।

পুলিশ জানিয়েছে, মুক্তিপণের টাকার জন্য তামিমকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল।

গত শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামের সৌদি আরব প্রবাসী শামীম তালুকদারের ছেলে তামিম তালুকদার নিখোঁজ হয়। ওই দিন রাতেই তার পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে পুলিশ সোমবার তুহিন শেখ নামে এক যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই মধুখালীর কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ক্ষেত থেকে তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আমিরুল ইসলাম নামে আরেকজনকে আটক করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন শেখকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দু’জনকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিখোঁজের তিন দিন পর লাশ মিলল শিশু তামিমের

সর্বশেষ আপডেট ০৭:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর চতুর্থ শ্রেণির ছাত্র তামিম তালুকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যার পর মরদেহ আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এ ঘটনায় তুহিন (৩২) ও আমিরুল (২৫) নামে দু’জনকে আটক করেছে মধুখালী থানা-পুলিশ। তুহিন মাগুরার মহম্মদপুর উপজেলা এবং আমিরুল মাগুরা সদর উপজেলার বাসিন্দা।

তামিম বড় গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে গত শুক্রবার নিখোঁজ হয়।

পুলিশ জানিয়েছে, মুক্তিপণের টাকার জন্য তামিমকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছিল।

গত শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামের সৌদি আরব প্রবাসী শামীম তালুকদারের ছেলে তামিম তালুকদার নিখোঁজ হয়। ওই দিন রাতেই তার পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে পুলিশ সোমবার তুহিন শেখ নামে এক যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই মধুখালীর কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকার একটি ক্ষেত থেকে তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আমিরুল ইসলাম নামে আরেকজনকে আটক করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুহিন শেখকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দু’জনকে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।