রিজওয়ানা হাসান
নাহিদকে ব্যাখ্যা দিতে হবে, কারা সেফ এক্সিট চাইছে
- সর্বশেষ আপডেট ০৩:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 68
দেশের নানা সংকট ও ঝড়ঝঞ্ঝার সময় কখনোই পালিয়ে যাননি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভবিষ্যতেও দেশে থেকে কাজ করে যাবেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।”
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি না, তা নির্ভর করবে তাদের নিজস্ব আইনি ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন।
































