শিরোনাম
নারী ক্রিকেট দলের ভারত সফর স্থগিত
ক্রীড়া ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৫:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 79
আগামী ডিসেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে সিরিজ স্থগিতের বার্তা এসেছে।
এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও স্থগিত করা হয়েছিল। মেয়েদের সিরিজের ক্ষেত্রেও বিসিসিআই জানিয়েছে, পরবর্তীতে সময় বের করে সিরিজ আয়োজন করা হবে।
ভারতের পক্ষ থেকে সিরিজ স্থগিতের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন পাওয়া যায়নি। সরকারি অনুমোদন না পাওয়ার পেছনে দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতিকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।
আগামী বছর ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে মেয়েদের সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা বলা হচ্ছে।































