ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার আহবান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

দেশের নারী উদ্যোক্তাদের স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এবং তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সহায়তা কামনা করেছেন উদ্যোক্তারা। এ বিষয় নিয়ে সোমবার (১১ জানুয়ারী) ঢাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তারা এই আহ্বান জানান।

উইমেন চেম্বার ও এসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত সভায় দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় নারী উদ্যোক্তারা জানান, যদিও সহজ শর্তে ঋণ প্রদানের নীতি রয়েছে, তবুও জেলা ও উপজেলা পর্যায়ের বাণিজ্যিক ব্যাংকগুলোর বাস্তবতায় নানা জটিলতা দেখা দেয়। এতে ঋণ পাওয়া কঠিন হয়ে যায়।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মোঃ আবদুর রহিম খান। তিনি জানান, মাঠ পর্যায়ে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সুপারিশসমূহ সরকারের কাছে উপস্থাপন করা হবে। দেশের সকল জেলায় নারী চেম্বার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, যা নারীদের অর্থনৈতিক কার্যক্রম ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে।

এফবিসিসিআইর মহাসচিব মোঃ আলমগীর বলেন, স্বাধীনতার পর থেকে নারীরা অনেক এগিয়েছে, তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পূর্ণভাবে সংযুক্ত করা যায়নি।

উইমেন এন্টারপ্রেনার এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, নারীদের উন্নয়নে কিছু নীতিমালা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন প্রয়োজন। তিনি স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ ও কর্মশালার ওপর গুরুত্ব দেন।

বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারীদের সহযোগিতা করতে আগ্রহী এবং উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন নীতি ও সুবিধা রয়েছে। তবে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের অনেক নারী উদ্যোক্তা এসব নীতির সঙ্গে পরিচিত নন।

শি-ট্রেডস্ ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেনের সিনিয়র এডভাইজার তানভীর আহমেদ বলেন, লিঙ্গ বৈষম্য দূর করা, সহজ অর্থ প্রাপ্তি এবং দক্ষ উদ্যোক্তাদের সঙ্গে সংযুক্তি বৃদ্ধিই নারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন জানান, প্রশিক্ষণ ও কর্মশালাসহ নারীদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সুপারিশসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন, ইউএনডিপি বাংলাদেশ জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান।

উম্মুক্ত আলোচনায় নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সের ইংরেজি ভার্সন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মেলাগুলোতে বিশেষ ছাড়, এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ চেয়ে আবেদন জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সহযোগিতার আহবান

সর্বশেষ আপডেট ০৬:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দেশের নারী উদ্যোক্তাদের স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে এবং তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের সহায়তা কামনা করেছেন উদ্যোক্তারা। এ বিষয় নিয়ে সোমবার (১১ জানুয়ারী) ঢাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে তারা এই আহ্বান জানান।

উইমেন চেম্বার ও এসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত সভায় দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় নারী উদ্যোক্তারা জানান, যদিও সহজ শর্তে ঋণ প্রদানের নীতি রয়েছে, তবুও জেলা ও উপজেলা পর্যায়ের বাণিজ্যিক ব্যাংকগুলোর বাস্তবতায় নানা জটিলতা দেখা দেয়। এতে ঋণ পাওয়া কঠিন হয়ে যায়।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মোঃ আবদুর রহিম খান। তিনি জানান, মাঠ পর্যায়ে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সুপারিশসমূহ সরকারের কাছে উপস্থাপন করা হবে। দেশের সকল জেলায় নারী চেম্বার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, যা নারীদের অর্থনৈতিক কার্যক্রম ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে।

এফবিসিসিআইর মহাসচিব মোঃ আলমগীর বলেন, স্বাধীনতার পর থেকে নারীরা অনেক এগিয়েছে, তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সম্পূর্ণভাবে সংযুক্ত করা যায়নি।

উইমেন এন্টারপ্রেনার এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, নারীদের উন্নয়নে কিছু নীতিমালা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন প্রয়োজন। তিনি স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ ও কর্মশালার ওপর গুরুত্ব দেন।

বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারীদের সহযোগিতা করতে আগ্রহী এবং উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন নীতি ও সুবিধা রয়েছে। তবে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের অনেক নারী উদ্যোক্তা এসব নীতির সঙ্গে পরিচিত নন।

শি-ট্রেডস্ ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেনের সিনিয়র এডভাইজার তানভীর আহমেদ বলেন, লিঙ্গ বৈষম্য দূর করা, সহজ অর্থ প্রাপ্তি এবং দক্ষ উদ্যোক্তাদের সঙ্গে সংযুক্তি বৃদ্ধিই নারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন জানান, প্রশিক্ষণ ও কর্মশালাসহ নারীদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সুপারিশসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন, ইউএনডিপি বাংলাদেশ জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান।

উম্মুক্ত আলোচনায় নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সের ইংরেজি ভার্সন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মেলাগুলোতে বিশেষ ছাড়, এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ চেয়ে আবেদন জানান।