নায়িকা চরিত্রে আসছেন রুনা খান
- সর্বশেষ আপডেট ১০:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 196
দীর্ঘদিন ছোটপর্দা ও বড়পর্দায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন রুনা খান। এবার তিনি প্রথমবারের মতো একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের ছবিটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। ইতোমধ্যেই প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। অন্য অভিনয়শিল্পীদের নির্বাচনও প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হবে।
নায়িকা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে রুনা খান বলেন, একজন পরিণত অভিনেত্রী হিসেবে আমি সবসময় ভিন্নধর্মী চরিত্রে কাজ করার চেষ্টা করি। এ কারণেই এই ছবির নায়িকা চরিত্রটি আমাকে আকর্ষণ করেছে। দর্শক যেন আমাকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন, সে উদ্দেশ্যেই নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে চাই।
তিনি আরও জানান, আমরা যাদের দর্শকরা পর্দায় দেখেন, তাদেরও আলাদা জীবন আছে। সুখ-দুঃখ, হাসি-কান্নায় ভরা বাস্তব গল্প থাকে আমাদের সবার। এই সিনেমায় এক নায়িকার জীবনের সেই বাস্তব দিকটাই তুলে ধরা হবে। রুনা খানের বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী কাজটি সম্পন্ন হলে দর্শকের মনে আলাদা ছাপ ফেলবে ছবিটি।
































