শিরোনাম
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 66
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে নাটোরের বড়াইগ্রামের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ৫ মিনিটের দিকে বড়াইগ্রামের শ্রীরামপুরে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
নাটোর গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে উল্লেখ করে ফায়ার সার্ভিস আরও জানায়, এ ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
আর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে একটি মাইক্রোবাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।






































