ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাজমুলকে শোকজ করল বিসিবি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 42

ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিসিবির পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর আগে, গতকাল নাজমুলের মন্তব্যের পর তার অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি স্বীকার করছে যে এসব মন্তব্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব এবং ক্রিকেটকে বিকশিত করার মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

এতে আরও বলা হয়েছে, ‘একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি তার প্রতিষ্ঠিত নিয়ম-কানুন, বিধিমালা ও পেশাগত নির্দেশনার আলোকে এ ধরনের বিষয় কঠোরভাবে নিষ্পত্তি করতে বাধ্য। এই দায়িত্বের অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ লেটার) প্রদান করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাজমুলকে শোকজ করল বিসিবি

সর্বশেষ আপডেট ১২:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিসিবির পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর আগে, গতকাল নাজমুলের মন্তব্যের পর তার অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি স্বীকার করছে যে এসব মন্তব্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদারিত্ব এবং ক্রিকেটকে বিকশিত করার মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

এতে আরও বলা হয়েছে, ‘একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি তার প্রতিষ্ঠিত নিয়ম-কানুন, বিধিমালা ও পেশাগত নির্দেশনার আলোকে এ ধরনের বিষয় কঠোরভাবে নিষ্পত্তি করতে বাধ্য। এই দায়িত্বের অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ লেটার) প্রদান করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’