ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিকত্ব আইন সংস্কারের দাবিতে পর্তুগালের রাস্তায় অভিবাসীরা

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 134

নাগরিকত্ব আইন সংস্কারের দাবিতে পর্তুগালের মানববন্ধন করেছে অভিবাসী বিভিন্ন সংগঠন। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পর্তুগালের রাজধানী লিসবনে অভিবাসীদের সবচেয়ে বড় শান্তিপূর্ণ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধন ও সহজ অভিবাসন নীতির দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন অভিবাসীরা। কর্মসূচির আয়োজক ছিল কাজা দো বাংলাদেশসহ ৫৭টি অভিবাসী সংগঠন, যেখানে অংশ নেয় প্রায় ৫৮টি সংগঠনের প্রতিনিধি ও প্রবাসীরা।

 

সমাবেশের শুরুতে বক্তব্য দেন সলিডারিটি ইমিগ্র্যান্টের প্রেসিডেন্ট টেমোটিও মাসেডো। তিনি বলেন, সরকারের নতুন অভিবাসন আইন অভিবাসীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। নতুন আগত অভিবাসীরা মর্যাদা হারিয়েছে, আর ভবিষ্যতে যারা আসবেন, তাদের জন্য অপেক্ষা করছে অনিশ্চয়তা। তিনি অভিযোগ করেন, এই পরিকল্পনার কারণে মানবপাচার চক্র লাভবান হচ্ছে এবং অভিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

 

অভিবাসীরা অভিযোগ করেন, অভিবাসন অধিদপ্তর আইমা পর্যাপ্ত সাড়া দিচ্ছে না। মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট কার্ড নবায়নে সমস্যার কারণে অনেকেই ভ্রমণ প্রতিবন্ধকতা ও আইনি জটিলতায় পড়ছেন।

 

এ সময় প্রবাসী মো. সিফাত জানান, সহজ অভিবাসন নীতির আশায় তিনি ভ্রমণ ভিসায় পর্তুগালে এসেছিলেন। কিন্তু আবেদন করতে না পারায় এখন পুলিশি গ্রেপ্তার ও ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে শঙ্কায় আছেন।

 

চলতি বছরের ৩ জুন থেকে আইন ৮৮ ও ৮৯ বন্ধ করে দেওয়ায় সহজ শর্তে নিয়মিত হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার অভিবাসী। অভিবাসীদের সংগঠনগুলো বলছে, সরকারের কঠোর নীতি অমানবিক এবং বৈষম্যমূলক।

 

প্রতিবাদী সংগঠনগুলো এর আগে সংসদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে, যেখানে বামপন্থী দলগুলো অভিবাসীদের দাবি সমর্থন জানায়। সমাবেশের শেষে সংগঠনগুলো ঘোষণা করে- দ্রুত নাগরিকত্ব আইন সংস্কার ও সহজ অভিবাসন নীতি প্রণয়ন না হলে প্রবাসীদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাগরিকত্ব আইন সংস্কারের দাবিতে পর্তুগালের রাস্তায় অভিবাসীরা

সর্বশেষ আপডেট ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পর্তুগালের রাজধানী লিসবনে অভিবাসীদের সবচেয়ে বড় শান্তিপূর্ণ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত নাগরিকত্ব আইন সংশোধন ও সহজ অভিবাসন নীতির দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন অভিবাসীরা। কর্মসূচির আয়োজক ছিল কাজা দো বাংলাদেশসহ ৫৭টি অভিবাসী সংগঠন, যেখানে অংশ নেয় প্রায় ৫৮টি সংগঠনের প্রতিনিধি ও প্রবাসীরা।

 

সমাবেশের শুরুতে বক্তব্য দেন সলিডারিটি ইমিগ্র্যান্টের প্রেসিডেন্ট টেমোটিও মাসেডো। তিনি বলেন, সরকারের নতুন অভিবাসন আইন অভিবাসীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। নতুন আগত অভিবাসীরা মর্যাদা হারিয়েছে, আর ভবিষ্যতে যারা আসবেন, তাদের জন্য অপেক্ষা করছে অনিশ্চয়তা। তিনি অভিযোগ করেন, এই পরিকল্পনার কারণে মানবপাচার চক্র লাভবান হচ্ছে এবং অভিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

 

অভিবাসীরা অভিযোগ করেন, অভিবাসন অধিদপ্তর আইমা পর্যাপ্ত সাড়া দিচ্ছে না। মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট কার্ড নবায়নে সমস্যার কারণে অনেকেই ভ্রমণ প্রতিবন্ধকতা ও আইনি জটিলতায় পড়ছেন।

 

এ সময় প্রবাসী মো. সিফাত জানান, সহজ অভিবাসন নীতির আশায় তিনি ভ্রমণ ভিসায় পর্তুগালে এসেছিলেন। কিন্তু আবেদন করতে না পারায় এখন পুলিশি গ্রেপ্তার ও ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে শঙ্কায় আছেন।

 

চলতি বছরের ৩ জুন থেকে আইন ৮৮ ও ৮৯ বন্ধ করে দেওয়ায় সহজ শর্তে নিয়মিত হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার অভিবাসী। অভিবাসীদের সংগঠনগুলো বলছে, সরকারের কঠোর নীতি অমানবিক এবং বৈষম্যমূলক।

 

প্রতিবাদী সংগঠনগুলো এর আগে সংসদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে, যেখানে বামপন্থী দলগুলো অভিবাসীদের দাবি সমর্থন জানায়। সমাবেশের শেষে সংগঠনগুলো ঘোষণা করে- দ্রুত নাগরিকত্ব আইন সংস্কার ও সহজ অভিবাসন নীতি প্রণয়ন না হলে প্রবাসীদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।