ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরিক ঐক্য ১২ আসনে প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 41

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১৯ জানুয়ারি )ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় ঘোষণা অনুযায়ী, মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসনে লড়বেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী হয়েছেন।

দলের অন্যান্য প্রার্থী হলেন:  শাহনাজ রানু, পাবনা-৬, স্বপন মজুমদার, চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক, চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম, কুড়িগ্রাম-২,  ডা. শামসুল আলম, রাজশাহী-২,  মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর-২

সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী অংশগ্রহণ করবেন, তবে এখনো তিনি নির্বাচন কমিশনে আবেদন সম্পন্ন করেননি।

মাহমুদুর রহমান মান্না বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত; এটি সংকুচিত হতে দেওয়া যাবে না। জনগণের অংশগ্রহণ ও শপথের মাধ্যমে আগামী দিনের সংস্কার আরও এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, নাগরিক ঐক্য স্বৈরাচারের বিরুদ্ধে গঠিত ঐক্যের মূলমন্ত্রকে নির্বাচনের মাধ্যমে বজায় রাখবে, তবে প্রত্যেক দল নিজস্ব এজেন্ডা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।

তিনি ঘোষণা করেন, নাগরিক ঐক্যের নির্বাচনি ইশতেহার খুব শিগগির প্রকাশ করা হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দল সম্পূর্ণ সমর্থন জানাবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয়গুলোও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবারের নির্বাচনে নাগরিক ঐক্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাগরিক ঐক্য ১২ আসনে প্রার্থী ঘোষণা

সর্বশেষ আপডেট ০৬:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১৯ জানুয়ারি )ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দলীয় ঘোষণা অনুযায়ী, মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসনে লড়বেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থী হয়েছেন।

দলের অন্যান্য প্রার্থী হলেন:  শাহনাজ রানু, পাবনা-৬, স্বপন মজুমদার, চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক, চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম, কুড়িগ্রাম-২,  ডা. শামসুল আলম, রাজশাহী-২,  মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর-২

সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী অংশগ্রহণ করবেন, তবে এখনো তিনি নির্বাচন কমিশনে আবেদন সম্পন্ন করেননি।

মাহমুদুর রহমান মান্না বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত; এটি সংকুচিত হতে দেওয়া যাবে না। জনগণের অংশগ্রহণ ও শপথের মাধ্যমে আগামী দিনের সংস্কার আরও এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, নাগরিক ঐক্য স্বৈরাচারের বিরুদ্ধে গঠিত ঐক্যের মূলমন্ত্রকে নির্বাচনের মাধ্যমে বজায় রাখবে, তবে প্রত্যেক দল নিজস্ব এজেন্ডা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।

তিনি ঘোষণা করেন, নাগরিক ঐক্যের নির্বাচনি ইশতেহার খুব শিগগির প্রকাশ করা হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দল সম্পূর্ণ সমর্থন জানাবে, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয়গুলোও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবারের নির্বাচনে নাগরিক ঐক্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।