নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 150
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত নিয়োগের নির্দেশ দিয়েছেন, পুলিশে আরও ২০ হাজার জন নিয়োগ দেওয়া হবে।
এই পদক্ষেপ এসেছে কেব্বি, বোর্নো, জামফারা, নাইজার, ইয়োবে ও কোয়ারা রাজ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর। হামলাকারীরা বেসামরিক মানুষ হত্যা ও অপহরণ চালাচ্ছে। দেশটি সাম্প্রদায়িক সহিংসতা ও সশস্ত্র ডাকাতির ক্রমবর্ধমান সমস্যার মুখোমুখি। সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলার ফলে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রেসিডেন্ট টিনুবু জানিয়েছেন, সামরিক বাহিনী নিয়মিত গির্জা ও মসজিদে তল্লাশি চালাবে, বিশেষ করে প্রার্থনার আগে। নিরাপত্তার কারণে কিছু রাজ্যের স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে এবং অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০-২১ নভেম্বর নাইজার রাজ্যে ৩০০ ছাত্রী অপহরণ করা হয়, যাদের মধ্যে ৫০ জনকে ২৩ নভেম্বর মুক্তি দেওয়া হয়।
































