নরেন্দ্র মোদির হুঁশিয়ারি
- সর্বশেষ আপডেট ০২:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 165
দিল্লির বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুই দিনের পূর্বনির্ধারিত সফরে মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানে পৌঁছান। সেখানেই থিম্পুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই হুঁশিয়ারি বার্তা দেন।
ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কের কথা উল্লেখ করে মোদি বলেন, ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক অত্যন্ত গভীর। ভুটানের সঙ্গে আত্মীয়তা ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়া ভারতের এবং আমার প্রতিশ্রুতি ছিল। কিন্তু আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে।
এরপরই তিনি দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের প্রসঙ্গ টানেন। মোদি বলেন, গতকাল সন্ধ্যায় দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আমি অনুভব করি। আজ পুরো দেশ তাদের পাশে রয়েছে।
মোদি আরও বলেন, গতকাল রাতভর আমি এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাওয়া হবে। ষড়যন্ত্রকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। এর জন্য দায়ী সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
গতকালের বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।

































