ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসীদের হামলা

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১১:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 82

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসীদের হামলা

নরসিংদীর বড় বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নরসিংদী পৌরসভার দুজন কর্মচারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানের সময় এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসাধারণের নিরাপত্তার জন্য নরসিংদী পৌর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। নরসিংদী পৌরসভা মোড় থেকে বড় বাজার পর্যন্ত অভিযানের সময় ফলপট্টিতে পৌঁছালে একদল উচ্ছৃঙ্খল মানুষ ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরে তারা লাঠিসোঁটা ও হাতুড়ি–ইট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে নরসিংদী পৌরসভার ভেকুচালক টিপু সুলতান ও নিরাপত্তা কর্মী সবুজ মিয়া রয়েছেন। এছাড়া ছাত্র প্রতিনিধি রাকিব মিয়া ও মোহাম্মদ আলীও আহত হন। আহতরা স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। ভেকুচালক টিপু সুলতান বলেন, “ফলপট্টিতে অভিযান চলাকালে দুর্বৃত্তরা লাঠিসোটা ও ইট দিয়ে আমাকে আঘাত করেছে, আমি গুরুতর আহত হয়েছি।”

নরসিংদী বাজার বণিক কমিটির সভাপতি বাবুল সরকার বলেন, ব্যবসায়ীরা হামলার সঙ্গে জড়িত নয়। তারা শুধুমাত্র আইনগত সহযোগিতা করেছেন। তিনি উল্লেখ করেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালিয়েছে। আমাদের দুজন কর্মীসহ চারজন আহত হয়েছেন।” নরসিংদী জেলা প্রশাসক মো. মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর জানা গেছে, হামলার সঙ্গে তারা জড়িত নন। হামলার ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, “পুলিশ নিরস্ত্র থাকায় সন্ত্রাসীরা সশস্ত্র হয়ে হামলা চালাচ্ছে। শুধু গ্রেপ্তার করলেই হবে না, সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করলে অপরাধীরা ভয় পাবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসীদের হামলা

সর্বশেষ আপডেট ১১:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নরসিংদীর বড় বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নরসিংদী পৌরসভার দুজন কর্মচারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানের সময় এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসাধারণের নিরাপত্তার জন্য নরসিংদী পৌর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। নরসিংদী পৌরসভা মোড় থেকে বড় বাজার পর্যন্ত অভিযানের সময় ফলপট্টিতে পৌঁছালে একদল উচ্ছৃঙ্খল মানুষ ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরে তারা লাঠিসোঁটা ও হাতুড়ি–ইট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়।

আহতদের মধ্যে নরসিংদী পৌরসভার ভেকুচালক টিপু সুলতান ও নিরাপত্তা কর্মী সবুজ মিয়া রয়েছেন। এছাড়া ছাত্র প্রতিনিধি রাকিব মিয়া ও মোহাম্মদ আলীও আহত হন। আহতরা স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। ভেকুচালক টিপু সুলতান বলেন, “ফলপট্টিতে অভিযান চলাকালে দুর্বৃত্তরা লাঠিসোটা ও ইট দিয়ে আমাকে আঘাত করেছে, আমি গুরুতর আহত হয়েছি।”

নরসিংদী বাজার বণিক কমিটির সভাপতি বাবুল সরকার বলেন, ব্যবসায়ীরা হামলার সঙ্গে জড়িত নয়। তারা শুধুমাত্র আইনগত সহযোগিতা করেছেন। তিনি উল্লেখ করেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালিয়েছে। আমাদের দুজন কর্মীসহ চারজন আহত হয়েছেন।” নরসিংদী জেলা প্রশাসক মো. মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর জানা গেছে, হামলার সঙ্গে তারা জড়িত নন। হামলার ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, “পুলিশ নিরস্ত্র থাকায় সন্ত্রাসীরা সশস্ত্র হয়ে হামলা চালাচ্ছে। শুধু গ্রেপ্তার করলেই হবে না, সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করলে অপরাধীরা ভয় পাবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।”