ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে বণিকদের হুঁশিয়ারি: চাঁদাবাজ প্রতিরোধে প্রস্তুত

বশির আহম্মদ মোল্লা, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 487

নরসিংদীতে বণিক সমিতির বিক্ষোভ

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নরসিংদী বাজার বণিক সমিতির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে নরসিংদীর বড় বাজারের জুতোপট্টিতে এই সমাবেশ হয়।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি এবং শহর বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল সরকারের নেতৃত্বে এই সমাবেশে অংশ নেন বণিক সমিতির নেতৃবৃন্দ ও বাজারের অসংখ্য ব্যবসায়ী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহান শাহ শানু, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া, পরিচালক মুরাদ হোসেন, শহর ফল বাজার সমিতির সাধারণ সম্পাদক সুজন শাহা, পরিচালক আসলাম ভূঁইয়া ও প্রতিরক্ষা কমিটির পরিচালক জীবন সাহা প্রমুখ।

জানা গেছে, গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী বড় বাজারের সুতাপট্টি মোড়ে ব্যবসায়ী রাকিব সরকারের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। রাকিব ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের ছেলে।

এই হামলার প্রতিবাদে বাজারের সব দোকানপাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুরো এলাকা থমথমে হয়ে পড়ে।

হামলার অভিযোগ উঠেছে নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হান্নান সরকারের ছেলে ও বাজারের ইজারাদার সিজার সরকার এবং তার অনুসারী সাটিরপাড়া এলাকার সবুজসহ অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে।

ঘটনার পরপরই নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বণিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে বণিকদের হুঁশিয়ারি: চাঁদাবাজ প্রতিরোধে প্রস্তুত

সর্বশেষ আপডেট ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নরসিংদী বাজার বণিক সমিতির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে নরসিংদীর বড় বাজারের জুতোপট্টিতে এই সমাবেশ হয়।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি এবং শহর বিএনপির সাবেক সভাপতি মো. বাবুল সরকারের নেতৃত্বে এই সমাবেশে অংশ নেন বণিক সমিতির নেতৃবৃন্দ ও বাজারের অসংখ্য ব্যবসায়ী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহান শাহ শানু, বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূঁইয়া, পরিচালক মুরাদ হোসেন, শহর ফল বাজার সমিতির সাধারণ সম্পাদক সুজন শাহা, পরিচালক আসলাম ভূঁইয়া ও প্রতিরক্ষা কমিটির পরিচালক জীবন সাহা প্রমুখ।

জানা গেছে, গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী বড় বাজারের সুতাপট্টি মোড়ে ব্যবসায়ী রাকিব সরকারের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। রাকিব ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের ছেলে।

এই হামলার প্রতিবাদে বাজারের সব দোকানপাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুরো এলাকা থমথমে হয়ে পড়ে।

হামলার অভিযোগ উঠেছে নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হান্নান সরকারের ছেলে ও বাজারের ইজারাদার সিজার সরকার এবং তার অনুসারী সাটিরপাড়া এলাকার সবুজসহ অজ্ঞাত আরও ১০–১২ জনের বিরুদ্ধে।

ঘটনার পরপরই নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এবং জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বণিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাজারে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।