ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 218

নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর র‌্যালি

নরসিংদীতে “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ভেটেরিনারি সেবা স্টল, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যসহ নানা স্টলের আয়োজন করা হয়। প্রদর্শনীর লক্ষ্য ছিল প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা এবং দেশীয় গবাদিপশুর উৎপাদনে খামারিদের উৎসাহ প্রদান।

আজ সকালে নরসিংদীর মনজীল খোলা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. মোঃ আব্দুল্লাহ আল শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিনহাজুল আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়াজী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান এবং ডা. মারুফ রিজভী তারুকদার ও ডা. মানছুরা আক্তার।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এ প্রদর্শনী স্থানীয় পশুপালন খাতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। কৃষক, খামারি ও উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের প্রাণি, রোগ প্রতিরোধ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পাবেন। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং তরুণ প্রজন্মকে প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে উৎসাহিত করবে। পাশাপাশি অবৈধ পশু ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর র‌্যালি

সর্বশেষ আপডেট ০৬:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নরসিংদীতে “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ভেটেরিনারি সেবা স্টল, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যসহ নানা স্টলের আয়োজন করা হয়। প্রদর্শনীর লক্ষ্য ছিল প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা এবং দেশীয় গবাদিপশুর উৎপাদনে খামারিদের উৎসাহ প্রদান।

আজ সকালে নরসিংদীর মনজীল খোলা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. মোঃ আব্দুল্লাহ আল শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিনহাজুল আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়াজী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান এবং ডা. মারুফ রিজভী তারুকদার ও ডা. মানছুরা আক্তার।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এ প্রদর্শনী স্থানীয় পশুপালন খাতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। কৃষক, খামারি ও উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের প্রাণি, রোগ প্রতিরোধ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পাবেন। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং তরুণ প্রজন্মকে প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে উৎসাহিত করবে। পাশাপাশি অবৈধ পশু ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।”