নরসিংদীতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৬:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 121
নরসিংদীর বেলাবোতে একটি বসতঘরের বারান্দার গ্রিলের সঙ্গে মাদিন খান হৃদয় (৩০) নামের একজন পুলিশ সদস্যের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বেলাব থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করছে।
নিহত মাদিন খান হৃদয় বেলাব উপজেলার চর বেলাব নামাপাড়া এলাকার মাইন উদ্দিন খানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
হৃদয়ের বাবা মো. মাইন উদ্দিন খাঁন বেলাব থানায় একটি অপমৃত্যুর অভিযোগ করেছেন। তিনি জানান, ছেলে কর্মরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে ছুটিতে বাড়ি আসে। মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে হৃদয় তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘সবার কাছে ক্ষমা চাচ্ছি। শুধু একজনের কাছে ক্ষমার অযোগ্য আমি, তাও ক্ষমা চাচ্ছি। জীবনের শেষ ইচ্ছে।’
রাত ১১টা ৩০ মিনিটে তিনি উপজেলার বাজনাব ইউনিয়নের কাজীরটেক এলাকার মুছেন মিয়ার বাড়ির বসতঘরের বারান্দায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা বলেন, এ ঘটনায় কারও প্রতি কোনো সন্দেহ নেই।
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে।


































