ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজদের হামলায় সড়কেই ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৪:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 99

নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় সড়কেই ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ার। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার আরশিনগরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

শামিম আনোয়ার জানান, নিয়মিত টহলের সময় আরশিনগর এলাকায় তিনি দুই ব্যক্তিকে যানবাহন থেকে টাকা তুলতে দেখেন। বিষয়টি জানতে চাইলে তারা জানায়, এটি স্ট্যান্ডের টাকা। তিনি তখন তাদের বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এভাবে টাকা তোলা বেআইনি। কথোপকথনের একপর্যায়ে ৩০-৩৫ জন লোক অতর্কিতভাবে হামলা চালায়। তারা ঘুষি, কিল ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, সম্প্রতি সড়কে চাঁদাবাজি বন্ধে শামিম আনোয়ার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন। এরপর থেকেই তিনি হুমকি ও প্রতিকূলতার মুখে পড়ছিলেন।

অন্যদিকে পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেছেন, তারা পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডের ইজারা নিয়েছেন। তার অভিযোগ, এএসপি শামিম আনোয়ার নিয়মিত তাদের কাজে বাধা দিচ্ছেন এবং আগে কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করেছিলেন।

হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজদের হামলায় সড়কেই ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা

সর্বশেষ আপডেট ০৪:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ার। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার আরশিনগরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

শামিম আনোয়ার জানান, নিয়মিত টহলের সময় আরশিনগর এলাকায় তিনি দুই ব্যক্তিকে যানবাহন থেকে টাকা তুলতে দেখেন। বিষয়টি জানতে চাইলে তারা জানায়, এটি স্ট্যান্ডের টাকা। তিনি তখন তাদের বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এভাবে টাকা তোলা বেআইনি। কথোপকথনের একপর্যায়ে ৩০-৩৫ জন লোক অতর্কিতভাবে হামলা চালায়। তারা ঘুষি, কিল ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, সম্প্রতি সড়কে চাঁদাবাজি বন্ধে শামিম আনোয়ার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন। এরপর থেকেই তিনি হুমকি ও প্রতিকূলতার মুখে পড়ছিলেন।

অন্যদিকে পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেছেন, তারা পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডের ইজারা নিয়েছেন। তার অভিযোগ, এএসপি শামিম আনোয়ার নিয়মিত তাদের কাজে বাধা দিচ্ছেন এবং আগে কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করেছিলেন।

হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে পৌরসভা ও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।