নরসিংদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে মানুষের ঢল
- সর্বশেষ আপডেট ০৯:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 164
নরসিংদীর মেঘনা নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় মেঘনা পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। বৈঠার ছন্দে, ঢেউয়ের তালে তালে গ্রামীণ ক্রীড়ার এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয় এই প্রতিযোগিতা। মেঘনার বুক চিরে বৈঠার তাল আর ঢেউয়ের গর্জনে মুখরিত ছিল পুরো নদীপাড়।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নরসিংদীর ঐতিহ্যকে আরও প্রাণবনন্ত ও ঐক্যবদ্ধ করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নৌকা বাইচ উপভোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের লোকজ ক্রীড়ার ঐতিহ্যের মধ্যে অন্যতম নৌকা বাইচ। যখন এই ঐতিহ্য বিলুপ্তির পথে, তখন নরসিংদী জেলা প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে।’
নৌকা বাইচ প্রতিযোগিতায় নানা রঙের দৃষ্টিনন্দন বড় নৌকা নিয়ে হবিগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর ১২টি দল অংশগ্রহণ করেন। নৌকা বাইচটি মেঘনার হাজিপুর নলবাটা থেকে শুরু হয়ে নাগরিয়াকান্দি ব্রিজে এসে শেষ হয়। দীর্ঘ ও রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল দল বিজয়ী হয়। বিজয়ী দল প্রধান উসমান উল্লাহ দলকে নগদ ২ লাখ টাকা ও ট্রফি প্রদান করা হয় । দ্বিতীয় স্থান অর্জনকারী দল পায় ১ লাখ ৫০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হয় ১ লাখ টাকা ও ট্রফি। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী দলকেও সম্মাননা দেওয়া হয়। প্রশাসনের কড়া নজরদারীতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর,নরসিংদী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এছাড়া নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন,অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি মো: মনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো: সামসুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ওয়াহিদ হোসেন। এদিকে প্রশাসনের অব্যবস্থাপনার কারণে নৌকা বাইচ প্রতিযোগিতার নিউজ বর্জন করে জেলার সকল সাংবাদিকরা।































