নভেম্বরে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়
- সর্বশেষ আপডেট ১১:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 185
আগামী নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চলতি সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর পর্যন্ত দেশে ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে।
তিন মাসের দীর্ঘমেয়াদী (সেপ্টেম্বর-নভেম্বর, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই তিন মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক বা দু’টি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এছাড়া আগামী তিন মাসে দেশে ৬ থেকে ১০ দিন বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ২ থেকে ৩টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮° সেলসিয়াস) বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সদ্য বিদায়ী আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
এই অবস্থায় চলতি সেপ্টেম্বরে ঢাকায় ২৬০ থেকে ২৭০ মিলিমিটার, চট্টগ্রামে ৩৩০ থেকে ৩৬০ মিলিমিটার, ময়মনসিংহে ৩১০ থেকে ৩৩০ মিলিমিটার, সিলেটে ৩৬০ থেকে ৩৯০ মিলিমিটার, রাজশাহীতে ২৪০ থেকে ২৭০ মিলিমিটার, রংপুরে ৩৬০ থেকে ৩৯০ মিলিমিটার, খুলনায় ২৭০ থেকে ২৮০ মিলিমিটার এবং বরিশালে ৩১০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

































