ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

নতুন সংবিধান ঠেকালে রাজপথে নামবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 180

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “নতুন সংবিধান প্রণয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হলে রাজপথে নামতে এক সেকেন্ডও দেরি হবে না।”

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে “জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন জানান, জুলাই সনদ নিয়ে এখনো চূড়ান্ত মতামত পাওয়া যায়নি এবং এ বিষয়ে ইউনূস সরকার পাশ কাটানোর কৌশল নিয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কমিশনে প্রায় ২০টি বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংস্কার প্রস্তাবনা যেভাবে উপস্থাপন করা হয়েছিল, ঠিক সেভাবেই তা গ্রহণ করা হবে; এমন প্রত্যাশা ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গঠনে কমিশনের প্রচেষ্টা দেখা গেলেও বাস্তবায়নের প্রসঙ্গে এসে তারা নানা চাপে নিরুৎসাহিত হয়েছে।

তিনি আরও বলেন, “শেষ আলোচনায় আমরা সবাই কমিশনকে অনুরোধ করেছি; জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে আলোচনা করতে। কেবল একপক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলে তা জনগণ ও দেশের স্বার্থের পরিপন্থী হবে।”

এ আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার একমাত্র সমাধান হলো গণপরিষদ নির্বাচন। তার ভাষায়, “জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলকে নয়, জনগণকে সঙ্গে নিয়েই হওয়া উচিত ছিল।”

অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাম্প্রতিক লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠককে কঠোরভাবে সমালোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন

নতুন সংবিধান ঠেকালে রাজপথে নামবে এনসিপি

সর্বশেষ আপডেট ০৮:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “নতুন সংবিধান প্রণয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হলে রাজপথে নামতে এক সেকেন্ডও দেরি হবে না।”

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে “জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন জানান, জুলাই সনদ নিয়ে এখনো চূড়ান্ত মতামত পাওয়া যায়নি এবং এ বিষয়ে ইউনূস সরকার পাশ কাটানোর কৌশল নিয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত কমিশনে প্রায় ২০টি বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে সংস্কার প্রস্তাবনা যেভাবে উপস্থাপন করা হয়েছিল, ঠিক সেভাবেই তা গ্রহণ করা হবে; এমন প্রত্যাশা ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য গঠনে কমিশনের প্রচেষ্টা দেখা গেলেও বাস্তবায়নের প্রসঙ্গে এসে তারা নানা চাপে নিরুৎসাহিত হয়েছে।

তিনি আরও বলেন, “শেষ আলোচনায় আমরা সবাই কমিশনকে অনুরোধ করেছি; জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে আলোচনা করতে। কেবল একপক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিলে তা জনগণ ও দেশের স্বার্থের পরিপন্থী হবে।”

এ আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থার একমাত্র সমাধান হলো গণপরিষদ নির্বাচন। তার ভাষায়, “জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলকে নয়, জনগণকে সঙ্গে নিয়েই হওয়া উচিত ছিল।”

অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাম্প্রতিক লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠককে কঠোরভাবে সমালোচনা করেন।