ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 89

নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এমন নেতৃত্ব গড়ে উঠবে এবং পরিচালিত হবে যে ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’—এই স্লোগান বাস্তবায়িত হবে। যুব নেতৃত্বের মাধ্যমে সমাজে নতুন একটি মানচিত্র রূপায়ণের প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজন করা ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে নির্বাচিত ছাত্রসংসদীরা অনেক সময় নিজেদের মৌলিক দায়িত্ব ত্যাগ করে উন্নয়নমূলক কাজে না থেকে অনৈতিকভাবে উপার্জনের পথ ধরেছে—এই ধারা বদলাতে হবে। বর্তমান ছাত্রসংসদগুলোর সততার পরীক্ষা শতভাগ উত্তীর্ণ দেখতে চান তিনি এবং অপ্রমদান মেনে নেওয়া হবে না।

নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের প্রতি অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর বলেন, নির্বাচিত ছাত্রনেতাদের কর্মকাণ্ড কেবল ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না; তারা জাতির স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা জাতির কাছে ঋণী—তারা তা ফেরত দেবে বলে তার বিশ্বাস।

তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশ গঠন করবে—এই রিহার্সাল হচ্ছে ছাত্রসংসদের মাধ্যমে, উল্লেখ করে তিনি বলেন, ছাত্রসংসদকে একাডেমিক উৎকর্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব এদের। গবেষণা সংস্কৃতি ফিরিয়ে আনতেও তিনি জোর দেন।

ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্যে ডা. শফিকুর বলেন, একজন নাগরিক হিসেবেই বড় নেতৃত্ব গঠনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। “তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই—দেশের ককপিটে তোমাদের বসাবো। পেছন থেকে আমরা দোয়া ও শক্তি যোগাবো; ভুল হলে নানাভাবে সংশোধন করাবো। অনুশাসন না মানলে সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে সরিয়ে দেবো,” তিনি যোগ করেন।

শেষে জামায়াত আমির বলেন, “তোমরা পারবে—তোমরা পেরেছ। তোমাদের নেতৃত্বে সমাজ থেকে বিরোধী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে এবং তোমাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন মানচিত্র গঠনের প্রত্যাশা জামায়াত আমিরের

সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এমন নেতৃত্ব গড়ে উঠবে এবং পরিচালিত হবে যে ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’—এই স্লোগান বাস্তবায়িত হবে। যুব নেতৃত্বের মাধ্যমে সমাজে নতুন একটি মানচিত্র রূপায়ণের প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজন করা ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে নির্বাচিত ছাত্রসংসদীরা অনেক সময় নিজেদের মৌলিক দায়িত্ব ত্যাগ করে উন্নয়নমূলক কাজে না থেকে অনৈতিকভাবে উপার্জনের পথ ধরেছে—এই ধারা বদলাতে হবে। বর্তমান ছাত্রসংসদগুলোর সততার পরীক্ষা শতভাগ উত্তীর্ণ দেখতে চান তিনি এবং অপ্রমদান মেনে নেওয়া হবে না।

নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের প্রতি অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর বলেন, নির্বাচিত ছাত্রনেতাদের কর্মকাণ্ড কেবল ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না; তারা জাতির স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা জাতির কাছে ঋণী—তারা তা ফেরত দেবে বলে তার বিশ্বাস।

তরুণরাই ভবিষ্যতের বাংলাদেশ গঠন করবে—এই রিহার্সাল হচ্ছে ছাত্রসংসদের মাধ্যমে, উল্লেখ করে তিনি বলেন, ছাত্রসংসদকে একাডেমিক উৎকর্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব এদের। গবেষণা সংস্কৃতি ফিরিয়ে আনতেও তিনি জোর দেন।

ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্যে ডা. শফিকুর বলেন, একজন নাগরিক হিসেবেই বড় নেতৃত্ব গঠনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। “তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই—দেশের ককপিটে তোমাদের বসাবো। পেছন থেকে আমরা দোয়া ও শক্তি যোগাবো; ভুল হলে নানাভাবে সংশোধন করাবো। অনুশাসন না মানলে সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে সরিয়ে দেবো,” তিনি যোগ করেন।

শেষে জামায়াত আমির বলেন, “তোমরা পারবে—তোমরা পেরেছ। তোমাদের নেতৃত্বে সমাজ থেকে বিরোধী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে এবং তোমাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”