ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ জনগণের হাতে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 49

ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

গণভোটকে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে এগোতে সক্ষম হব।”

শনিবার (১৭ জানুয়ারী) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ তৈরি হয়েছে। এই সনদে দেখানো পথরেখা জনগণকে জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে। রক্তে লেখা এই সনদ যে দিক নির্দেশ করছে, আমরা সেটার সঙ্গে আছি কি না—এটাই এখন সিদ্ধান্তের বিষয়।”

তিনি আরও বলেন, “দেশের চাবি জনগণের হাতে। সবকিছু মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমাদের দায়িত্ব হল সকলকে বোঝানো এবং অংশগ্রহণ নিশ্চিত করা।”

সভায় উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অন্যান্য জেলা প্রশাসন কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ জনগণের হাতে: আলী রীয়াজ

সর্বশেষ আপডেট ০৬:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

গণভোটকে দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে এগোতে সক্ষম হব।”

শনিবার (১৭ জানুয়ারী) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ তৈরি হয়েছে। এই সনদে দেখানো পথরেখা জনগণকে জানতে গণভোটের আয়োজন করা হচ্ছে। রক্তে লেখা এই সনদ যে দিক নির্দেশ করছে, আমরা সেটার সঙ্গে আছি কি না—এটাই এখন সিদ্ধান্তের বিষয়।”

তিনি আরও বলেন, “দেশের চাবি জনগণের হাতে। সবকিছু মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমাদের দায়িত্ব হল সকলকে বোঝানো এবং অংশগ্রহণ নিশ্চিত করা।”

সভায় উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অন্যান্য জেলা প্রশাসন কর্মকর্তারা।