ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন পোশাকে নামছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 53

নতুন পোশাকে নামছে পুলিশ

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর বাংলাদেশের পুলিশ বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তখনই পুলিশের সংস্কার ও নতুন পোশাকের প্রয়োজনীয়তা নিয়ে দাবি উঠেছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর নতুন পোশাক অনুমোদন করে।

শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশের পুলিশ তাদের পরিবর্তিত নতুন পোশাক ব্যবহার শুরু করেছে।

তবে নতুন পোশাক এখনও পুরো বাহিনীতে নয়, শুধুমাত্র সীমিত পরিসরে কিছু সদস্যকে দেওয়া হচ্ছে। রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা নীল ও সবুজ রঙের বদলে নতুন রঙের পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। এটি ধাপে ধাপে সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেছিলেন, শুধু পোশাক নয়, পুলিশের মনোভাব ও মানসিকতাও পরিবর্তন করতে হবে। তিনি বলেন, নতুন পোশাকের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এটি পুলিশের পাশাপাশি র‌্যাব এবং আনসারের জন্যও প্রযোজ্য। নতুন পোশাক ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিন বাহিনীর সদস্যদের জন্য নতুন পোশাকের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার মধ্যে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন পোশাকে নামছে পুলিশ

সর্বশেষ আপডেট ০৩:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর বাংলাদেশের পুলিশ বাহিনী ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তখনই পুলিশের সংস্কার ও নতুন পোশাকের প্রয়োজনীয়তা নিয়ে দাবি উঠেছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর নতুন পোশাক অনুমোদন করে।

শনিবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশের পুলিশ তাদের পরিবর্তিত নতুন পোশাক ব্যবহার শুরু করেছে।

তবে নতুন পোশাক এখনও পুরো বাহিনীতে নয়, শুধুমাত্র সীমিত পরিসরে কিছু সদস্যকে দেওয়া হচ্ছে। রেঞ্জ ও মহানগর পুলিশের সদস্যরা নীল ও সবুজ রঙের বদলে নতুন রঙের পোশাক পরবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। এটি ধাপে ধাপে সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া হবে।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেছিলেন, শুধু পোশাক নয়, পুলিশের মনোভাব ও মানসিকতাও পরিবর্তন করতে হবে। তিনি বলেন, নতুন পোশাকের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এটি পুলিশের পাশাপাশি র‌্যাব এবং আনসারের জন্যও প্রযোজ্য। নতুন পোশাক ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিন বাহিনীর সদস্যদের জন্য নতুন পোশাকের ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার মধ্যে।