নীলফামারীতে ফয়জুল করীম
নতুন করে আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে
- সর্বশেষ আপডেট ০১:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 291
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, কিন্তু নতুন করে আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে।” সোমবার (২৩ জুন) সন্ধ্যায় নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এই মন্তব্য করেন তিনি।
‘রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
ফয়জুল করীম বলেন, “সংবিধানিক সংস্কার ছাড়া, গরিব-দুঃখীদের মুখের খাবার চুরি বন্ধ না হলে, আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে দেশে আবারও ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।” তিনি অভিযোগ করেন, “রিলিফের চাল এক দলের নেতার গুদামে পাওয়া যাচ্ছে। এই লুটেরা গোষ্ঠীকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।”
প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ করে তিনি বলেন, “বাংলাদেশ কারও রক্তচক্ষুতে ভয় পায় না। ভারতের সেভেন সিস্টার নিয়ে রাজনীতি করলে, বন্দর বন্ধ করলে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। সুসম্পর্ক থাকবে, তবে গোলামী নয়।”
তিনি আরও বলেন, “ভারতের দালালি করে ক্ষমতায় আসার চেষ্টা সফল হবে না। যারা দালালি করে টিকে থাকতে চায়, তাদের বাংলাদেশে জায়গা হবে না।”
সমাবেশের শেষ দিকে তিনি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নীলফামারীর তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেন—নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আলহাজ্ব আমজাদ সরকার এবং নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শহীদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, যুব আন্দোলনের মুফতি মুহাম্মাদ আবু তালহা এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সভায় দলীয় নেতারা দেশে দুর্নীতি, বিদেশ নির্ভর রাজনীতি ও জনগণের মৌলিক অধিকারের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
































