‘নগদ’-এ প্রশাসক চালাতে বাধা নেই: আপিল বিভাগ
- সর্বশেষ আপডেট ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / 343
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর পরিচালনায় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে আপিল বিভাগ এ বিষয়ে নতুন আদেশ দিয়েছেন।
সোমবার (২ জুন) প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি।
আদালতের আদেশের পর আইনজীবী ইলিয়াস কচি জানান, “আপিল বিভাগের রায়ে ‘নগদ’-এর প্রশাসক এখন থেকে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন। আইনগত কোনো বাধা নেই।”
এর আগে, গত বছরের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের অভ্যন্তরীণ আদেশ জারি করে। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম। ওই রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট রুল জারি করে এবং পরবর্তীতে প্রশাসকের কার্যক্রমে নিষেধাজ্ঞাও দেন।
তবে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল খারিজ করে রায়ে বলেন, “আইন মেনেই প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।” এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও আপিল বিভাগে আবেদন করে দুই পক্ষ—নগদের পরিচালক শাফায়েত আলম এবং বাংলাদেশ ব্যাংক।
সবশেষে, আপিল বিভাগের আদেশে হাইকোর্টের পূর্বের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায়, এখন ‘নগদ’-এ প্রশাসক কার্যক্রম পরিচালনায় কোনো আইনি জটিলতা নেই বলে পরিষ্কার হয়।































