ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ০৩:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 196

নওগাঁয় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি অটোরিকশা বদলগাছী দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এলাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতা দিন দিন বাড়ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নওগাঁয় অটোরিকশা-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ আপডেট ০৩:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

নওগাঁর বদলগাছীতে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি অটোরিকশা বদলগাছী দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।”

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এলাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতা দিন দিন বাড়ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।