ধামরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত
- সর্বশেষ আপডেট ১১:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 98
ঢাকার ধামরাইয়ে নির্মাণ কাজে ব্যবহৃত রোলার, একটি ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে ধামরাই-টাঙ্গাইল মহাসড়কের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাউজা গ্রামের বদরুদ্দীন মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিপ্লব ধামরাই পৌর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন। পথে মহাসড়কে পৌঁছালে রোলার ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
বিপ্লবের পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় প্রিয়জনকে হারানোর শোক তারা মেনে নিতে পারছেন না, তবে মামলা করার ইচ্ছা নেই। তাদের ভাষায়, “যে চলে গেছে সে আর ফিরবে না, তাই কাউকে দায়ী করে লাভ নেই—আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ সানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে সৎকারের জন্য।

































