ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন: ড. মঈন খান
- সর্বশেষ আপডেট ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 8
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী–২ আসনের ধানের শীষ প্রার্থি ড. আবদুল মঈন খান ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আহ্বান জানিয়ে বলেছেন, “ধানের শীষে ভোট দিয়েই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”
শুক্রবার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে ভোট এবং বাকস্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত। “এবার নাগরিকদের হাতে ভোট দেওয়ার প্রকৃত সুযোগ এসেছে। তাই সকলকে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে,” তিনি যোগ করেন।
ড. মঈন খান আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং কোনো ধরনের চরমপন্থাকে সমর্থন করে না। উদার গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
বৈঠকে সভাপতিত্ব করেন ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির। এছাড়া উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।






























