ধানের শীষে ভোট চাইছেন বাবা, ছেলে এনসিপির প্রার্থী
- সর্বশেষ আপডেট ০৫:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 6
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এবারের নির্বাচনে অনন্য এক রাজনৈতিক চিত্র দেখা গেছে- একই পরিবারের বাবা ও ছেলে একে অপরের প্রতিদ্বন্দ্বী দলকে সমর্থন করছেন।
এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-১ আসনে লড়ছেন। তার বাবা আজিজুর রহমান একই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রকাশ্যে ভোট চাইছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায়। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
বিএনপির পক্ষে ভোট চাওয়া প্রসঙ্গে আজিজুর রহমান বলেন, “পারিবারিক বিষয় ব্যক্তিগত। রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে আমি বিএনপির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। তাই বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাইছি। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করি।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, “এ বিষয় আমার নজরে এসেছে, তবে আমি মন্তব্য করতে চাই না। এ বিষয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।”

































