ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 119

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

ধানের শীষ প্রতীক নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন করেন, “ভাই, আমরা তো কারও প্রতীকে বাধা দিইনি, তাহলে ধানের শীষ নিয়ে এত টানাটানি কেন?”

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন— তাদের দলকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য প্রতীকে পরিণত হয়েছে। সারা দেশে মানুষ এই প্রতীকের পক্ষে সমর্থন দিচ্ছে। এই জনপ্রিয়তা ঠেকাতে এখন নানা কৌশল নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা পালাতে বাধ্য হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ফিরবে না।”

এদিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচন কমিশনের সামনে দুটি পথ— হয় আমাদের শাপলা প্রতীক দিতে হবে, নয়তো তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।”

তিনি দাবি করেন, “শাপলা প্রতীক নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, কোনো আইনি বাধা নেই।” মির্জা ফখরুল বলেন, “প্রতীকের প্রশ্নে বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক অপকৌশল ছাড়া কিছুই নয়। জনগণ জানে, ধানের শীষ মানেই স্বাধীনতার প্রতীক— গণতন্ত্রের প্রতীক।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

সর্বশেষ আপডেট ০৯:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ধানের শীষ প্রতীক নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন করেন, “ভাই, আমরা তো কারও প্রতীকে বাধা দিইনি, তাহলে ধানের শীষ নিয়ে এত টানাটানি কেন?”

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন— তাদের দলকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, “ধানের শীষ অপ্রতিরোধ্য প্রতীকে পরিণত হয়েছে। সারা দেশে মানুষ এই প্রতীকের পক্ষে সমর্থন দিচ্ছে। এই জনপ্রিয়তা ঠেকাতে এখন নানা কৌশল নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “যদি ধানের শীষ বিজয়ী হয়, তাহলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা পালাতে বাধ্য হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ফিরবে না।”

এদিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক করে এনসিপি। বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নির্বাচন কমিশনের সামনে দুটি পথ— হয় আমাদের শাপলা প্রতীক দিতে হবে, নয়তো তালিকা থেকে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে।”

তিনি দাবি করেন, “শাপলা প্রতীক নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, কোনো আইনি বাধা নেই।” মির্জা ফখরুল বলেন, “প্রতীকের প্রশ্নে বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক অপকৌশল ছাড়া কিছুই নয়। জনগণ জানে, ধানের শীষ মানেই স্বাধীনতার প্রতীক— গণতন্ত্রের প্রতীক।”