ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার বিয়ে করলেন সামান্থা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 67

দ্বিতীয়বার বিয়ে করলেন সামান্থা

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কিছু মাস ধরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে ছিলেন। বছর শেষে তিনি দ্বিতীয়বার বিয়ে সম্পন্ন করেছেন। আজ সামাজিক মাধ্যমে সামান্থা নিজেই রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের খবর জানিয়েছেন।

ভারতের হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া ডটকমসহ বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাদের বিয়ে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম ও আচার অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়েতে সামান্থা লাল শাড়ি পরেছিলেন, যা মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী পরিবেশের সঙ্গে মিল রেখে নির্বাচিত হয়েছে।

রোববার রাত থেকে সামান্থার বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়, যখন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী ইনস্টাগ্রামে রহস্যময় একটি স্টোরি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা এটিকে সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে যুক্ত করেছেন।

২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। গত কয়েক মাসে তাঁরা একাধিকবার একসঙ্গে দেখা গেছে এবং সামান্থা সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। চার বছর পর নাগা চৈতন্য শোভিতাকে বিয়ে করেন। প্রাক্তন স্বামীর বিয়ের পর সামান্থা কিছু সময় মানসিক অবসাদে ভুগেছেন। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। অতীত ভুলে সামান্থা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্বিতীয়বার বিয়ে করলেন সামান্থা

সর্বশেষ আপডেট ০৫:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কিছু মাস ধরে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে ছিলেন। বছর শেষে তিনি দ্বিতীয়বার বিয়ে সম্পন্ন করেছেন। আজ সামাজিক মাধ্যমে সামান্থা নিজেই রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের খবর জানিয়েছেন।

ভারতের হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া ডটকমসহ বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাদের বিয়ে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম ও আচার অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়েতে সামান্থা লাল শাড়ি পরেছিলেন, যা মন্দিরের আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী পরিবেশের সঙ্গে মিল রেখে নির্বাচিত হয়েছে।

রোববার রাত থেকে সামান্থার বিয়ে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়, যখন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী ইনস্টাগ্রামে রহস্যময় একটি স্টোরি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা এটিকে সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে যুক্ত করেছেন।

২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। গত কয়েক মাসে তাঁরা একাধিকবার একসঙ্গে দেখা গেছে এবং সামান্থা সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। চার বছর পর নাগা চৈতন্য শোভিতাকে বিয়ে করেন। প্রাক্তন স্বামীর বিয়ের পর সামান্থা কিছু সময় মানসিক অবসাদে ভুগেছেন। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। অতীত ভুলে সামান্থা জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন।