দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে হাইকোর্টের রায়ে মহিলা পরিষদের উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০৭:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 79
প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতির বিষয়ে হাইকোর্ট বিভাগের একটি রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।
আজ সোমবার ( ১২ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, নারীর মর্যাদা, নারীর সম্মান নিশ্চিতের বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ।
সংগঠনটি নারীর মানবাধিকার প্রতিষ্ঠাসহ নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা লক্ষ করছি, সাম্প্রতিককালে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, নারীর অধিকারকে খর্ব করে এমন ধরণের প্রচারণা চলছে। হাইকোর্ট বিভাগের এই রায়কে কেন্দ্র করে নারীর মানবাধিকার লংঘিত হতে পারে এমন কোন ধরনের অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। একই সাথে নারীর অধিকার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগেরও জেন্ডার সংবেদনশীল ভূমিকার প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, শনিবার (১০ জানুয়ারি) মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিটের ২৪ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। যেখানে আদালত বলেছেন, ‘দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি স্ত্রী নয়, বরং সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারভুক্ত। ফলে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ- এমন কোনো বিধান প্রচলিত আইনে নেই।’


































