দ্বিতীয় ডিভিশনের ১৭তম দলের কাছে রিয়ালের বিদায়
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 52
স্পেনের দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিল ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই এই ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা।
বুধবার রাতে কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে শেষ ষোলোয় আলবাসেত রিয়ালের সঙ্গে ৩-২ গোলে জয় পেয়েছে। ট্রান্সফারমার্কেট অনুযায়ী, আলবাসেতের স্কোয়াডের বাজার মূল্য ১ কোটি ৪৫ লাখ ইউরো, যেখানে রিয়ালের বাজার মূল্য ১৩৫ কোটি ইউরো। তবুও মাঠে রিয়ালকে চাপে দেখা যায়।
নতুন কোচ আরবেলোয়া লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচের জন্য তারকা খেলোয়াড়রা—কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, থিবো কুর্তোয়া, জুড বেলিংহাম—বিশ্রামে রাখেন। শুরুর একাদশে নামানো হয় একাডেমির দুই খেলোয়াড় হোর্হে সেস্তেরো ও দাভিদ হিমেনেস।
ম্যাচ শেষে নিজের একাদশ নির্বাচন ও পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে নেন কোচ আরবেলোয়া। তিনি বলেন, “এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী হয়, সেটা আমি। ব্যর্থতাকে আমি ভয় পাই না। এটা আমাদের আরও শক্ত করবে।”
ম্যাচে প্রথম ধাক্কা খায় রিয়াল ৪২ মিনিটে। কর্নার থেকে হাভি ভিয়ার হেডে এগিয়ে যায় আলবাসেত। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো গোল করে সমতা ফেরায়।
দ্বিতীয়ার্ধে দুই দলের পার্থক্য কম থাকে। শেষদিকে জয়সূচক গোলের আশায় ডাভিদ আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কারভাহালসহ চারটি পরিবর্তন আনে আরবেলোয়া। কিন্তু আলবাসেতের কোচ আলবের্তো গনসালেসের পরিবর্তনগুলো কার্যকর প্রমাণিত হয়। বদলি হিসেবে নামা জেফতে বেতানকো ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে আলবাসেতকে ঐতিহাসিক জয় উপহার দেন।
সাবেক কোচ জাভি আলোনসো পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়ার পর সোমবারই দায়িত্ব নেন আরবেলোয়া। তবে বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ হারের পর চলমান বাজে সময় থামাতে সক্ষম হননি তিনি।


































