দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি
- সর্বশেষ আপডেট ০৮:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 111
দেশে চলমান সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে বাংলাদেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে আগুন লাগার ঘটনা এবং সাম্প্রতিক সহিংসতার কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন নির্দেশনায় সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, টহল বৃদ্ধি, মনিটরিং শক্তিশালী করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। এছাড়া সর্বাধিক সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।


































