ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ভেতরে কারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 12

নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২৬ জানুয়ারি) থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। দেশের ভেতরে যারা ভোট দেবেন—যেমন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দায়িত্বে থাকা কর্মকর্তা ও কয়েদিরা—তাদের জন্য ব্যালট পৌঁছে যাবে আজ থেকে। জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “ব্যালট পাওয়ার পর ভোট দ্রুত পূর্ণ করে ফেরত পাঠাতে হবে। ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো বাধ্যতামূলক।”

তিনি জানান, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বলা হয়েছে, কেন্দ্রে ফলাফল সময়মতো প্রকাশ হবে। তবে প্রবাসীদের দুটি ব্যালট থাকায় গণনায় সময় বেশি লাগতে পারে। ফোর সাইজের দুই পাশে থাকা ব্যালট স্ক্যান করতে হবে, তাই গণনায় কিছুটা সময় লাগবে।

বিদেশে আচরণবিধি লঙ্ঘন হলে তার দায় ব্যক্তি পর্যায়ের হবে বলে ইসি নিশ্চিত করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশের ভেতরে কারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ?

সর্বশেষ আপডেট ০৮:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) সোমবার (২৬ জানুয়ারি) থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। দেশের ভেতরে যারা ভোট দেবেন—যেমন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দায়িত্বে থাকা কর্মকর্তা ও কয়েদিরা—তাদের জন্য ব্যালট পৌঁছে যাবে আজ থেকে। জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “ব্যালট পাওয়ার পর ভোট দ্রুত পূর্ণ করে ফেরত পাঠাতে হবে। ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো বাধ্যতামূলক।”

তিনি জানান, বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বলা হয়েছে, কেন্দ্রে ফলাফল সময়মতো প্রকাশ হবে। তবে প্রবাসীদের দুটি ব্যালট থাকায় গণনায় সময় বেশি লাগতে পারে। ফোর সাইজের দুই পাশে থাকা ব্যালট স্ক্যান করতে হবে, তাই গণনায় কিছুটা সময় লাগবে।

বিদেশে আচরণবিধি লঙ্ঘন হলে তার দায় ব্যক্তি পর্যায়ের হবে বলে ইসি নিশ্চিত করেছে।