ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বর্তমান সংকট পরিকল্পিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 88

দেশের বর্তমান সংকট পরিকল্পিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকট কোনো আকস্মিক পরিস্থিতি নয়, এটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। তার মতে, এই সংকটের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে একটি অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে, যার কোনো যৌক্তিকতা নেই। আমি মনে করি, অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে এই সংকট সৃষ্টি করা হয়েছে। এর লক্ষ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করা, প্রকৃত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্বাচনকে ব্যাহত করা এবং জনগণকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহের দিন। এই দিনের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রের গতিপথ পরিবর্তন করেছিলেন।”

সবশেষে তিনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “চলুন, আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করি এবং বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যাই।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশের বর্তমান সংকট পরিকল্পিত: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ১০:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকট কোনো আকস্মিক পরিস্থিতি নয়, এটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। তার মতে, এই সংকটের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে একটি অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে, যার কোনো যৌক্তিকতা নেই। আমি মনে করি, অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে এই সংকট সৃষ্টি করা হয়েছে। এর লক্ষ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ রুদ্ধ করা, প্রকৃত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্বাচনকে ব্যাহত করা এবং জনগণকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহের দিন। এই দিনের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রের গতিপথ পরিবর্তন করেছিলেন।”

সবশেষে তিনি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “চলুন, আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করি এবং বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের পথে এগিয়ে নিয়ে যাই।”