দেশে যত সংকট চলছে সবই নাটক: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৬:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 74
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যে সকল সংকট দেখা যাচ্ছে, তা সবই তৈরি করা নাটক। তিনি বলেন, জনগণ এসব বুঝে না; তারা শুধু ভোট দিতে চায় এবং নিজেদের পছন্দের প্রার্থীর ভোট দেয়। এই সরকারের কোনও প্রকার সাধারণ জনগণের কষ্ট বোঝার ক্ষমতা নেই।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে বিএনপির আয়োজনকৃত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, যেমন এনসিপি ও জামায়াতে ইসলাম। তবে এই দাবির গ্রহণযোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, গণভোট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনেই হওয়া উচিত, এবং সংসদে পাস করা সংস্কারের কিছু অংশ তিনি মেনে নেবেন না।
তিনি ভোটের সময় ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দাঁড়িপাল্লা চেনেন তো, এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটি আমার শেষ নির্বাচন, তাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।”
































