দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই
- সর্বশেষ আপডেট ০২:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 73
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের যেকোনো ব্যক্তি তার অবস্থান ও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা পাবেন। বিশেষ পরিস্থিতিতে কারও অতিরিক্ত নিরাপত্তা দরকার হলে সেটিও সরকারি ব্যবস্থায় নিশ্চিত করা হবে।
তিনি উল্লেখ করেন, “বাংলাদেশে কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে এমন পরিস্থিতি নেই। যার যে পর্যায়ের সুরক্ষা প্রয়োজন, সেই ব্যবস্থাই করা হবে। মন্ত্রণালয় সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত।”
বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রিপোর্টটি বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বহু সুপারিশ রয়েছে, যেগুলো একে একে বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে। তার ভাষায়, “এটি শুধু একটি রিপোর্ট নয়; রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার একটি বড় দলিল।”
একই সঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে কোন কোন ভোটকেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে, তার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনে নতুন বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকাগুলোতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে।
ফোনে আড়িপাতার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যে সংস্থা আইন অনুযায়ী অনুমোদিত, কেবল তারাই নজরদারি কার্যক্রম পরিচালনা করতে পারবে। অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এ ধরনের কাজ করতে পারে না। এসপি পদায়ন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলেও তিনি জানান।
































